ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্ররাজনীতিতে নতুন সমীকরণ তৈরির খবর পাওয়া গেছে। শোনা যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাগছাস (বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ) এবং বাম সংগঠনগুলো মিলে সম্ভাব্য একটি জোট গঠনের পথে রয়েছে।
বিশ্ববিদ্যালয় রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে আলাদা অবস্থানে থাকা এ সংগঠনগুলো এবার এক প্ল্যাটফর্মে আসার চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। মূল উদ্দেশ্য হিসেবে তারা উল্লেখ করছে— ইসলামী ছাত্রশিবিরকে ঠেকানো।
রাজনৈতিক অঙ্গনে এই সম্ভাব্য জোটের খবরকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, দীর্ঘদিনের মতপার্থক্য ভুলে এ জোট গঠন হলে ডাকসু নির্বাচনে নতুন ধারা তৈরি হতে পারে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোনো পক্ষই।
অন্যদিকে শিবিরপন্থী শিক্ষার্থীরা বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চাননি। তাদের দাবি—
“আমাদের জন্য আল্লাহই যথেষ্ট।”